News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৭, ১৭ জুলাই ২০১৯
আপডেট: ০১:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২০

সিবিএর সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা

সিবিএর সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে সরকারি গাড়ি ব্যবহার করে কোটি টাকা ক্ষতিসাধন দায়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী হিসাবরক্ষক ও সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী সহ পিডিপির সাবেক স্টেনো টাইপিস্ট ও সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়ের (এক) সহকারী পরিচালক মো. খলিলুর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন। বিকেলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া অবৈধভাবে সরকারি দুটি পাজেরো গাড়ি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ব্যবহার করেছেন। প্রভাব খাটিয়ে তারা গাড়ির জ্বালানি এবং মেরামত ও সংরক্ষণ বাবদ সরকারের ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা ক্ষতি করেছেন।

এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদকের হস্তক্ষেপে জহিরুল ইসলাম চৌধুরী ও আলাউদ্দিন মিয়ার কাছ থেকে গাড়ি দুটি জমা নেয়া হয়। জহিরুল ইসলাম চৌধুরী সিলেট মেট্রো-ঘ-০২-০০৩৩ নম্বরের পাজেরো গাড়িটি ১০ বছর ধরে ব্যবহার করেছেন। তিনি ২০১৮ সালের ৬ জুন অবসরে যান। ক্ষমতার অপব্যবহার করে অবসরের পরেও গাড়িটি ব্যবহার করেছেন। এছাড়া পিডিপির সাবেক স্টেনো টাইপিস্ট ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন ২০১৭ সালের আগস্টে অবসরে যান। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও তিনি গাড়িটি (গাড়ি নম্বর ঢাকা মেট্টো-ঘ-১১-২৮২৭) ব্যবহার করেছেন। 

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়