News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫০, ৯ জুলাই ২০১৯
আপডেট: ২১:৫৭, ২৫ জানুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুই গ্রামে বিদ্যুৎস্পর্শে মোস্তফা মিয়া (৪০) ও মো. ইয়াছিন মিয়া (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া ও সুতিয়ারা গ্রামে এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোস্তফা মিয়া এবং বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মো. ইয়াছিন মিয়া।

সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, রাতে বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মোস্তাক তারে জড়িয়ে পড়েন।

আশঙ্কাজনক অবস্থায় মোস্তাককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সদরের সুতিয়ারা গ্রামে সন্ধ্যায় অটোরিকশা গ্যারেজে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পর্শে ইয়াছিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়