artk
বুধবার, অক্টোবার ২৩, ২০১৯ ৬:৫৬   |  ৮,কার্তিক ১৪২৬
শনিবার, জুলাই ৬, ২০১৯ ১:৩৭

ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৪ শতাংশ

স্টাফ রিপোর্টার
media
চতুর্থ সর্বোচ্চ ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসির। পঞ্চম সর্বোচ্চ ৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১ কোম্পানি লেনদেনে অংশ নেয়। ওইসময়ে কোম্পানিগুলোর মোট ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গেল সপ্তাহে ২ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২৪১টি শেয়ার হাত বদলের মাধ্যমে ওই কোম্পানিগুলো মোট ৬৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে। এর আগের সপ্তাহে এ মার্কেটের লেনদেনে অংশ নিয়েছিল ৪০ কোম্পানি। আর মোট ৬৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এ মার্কেটে ৩ দশমিক ৮৫ শতাংশ লেনদেন কমেছে।

গেল সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে  ব্র্যাক ব্যাংকের। কোম্পানিটি ওই সপ্তাহে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ফাইন্যান্সের। চতুর্থ সর্বোচ্চ ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসির। পঞ্চম সর্বোচ্চ ৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।

এছাড়া আরএন স্পিনিংয়ের ২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ৯৬ লাখ ৬৪ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৯৬ লাখ ২৫ হাজার টাকার, শেফার্ডের ৯৪ লাখ ৮১ হাজার টাকার, সিমটেক্সের ৯০ লাখ ৯ হাজার টাকার,  বেক্সিমকো ফার্মার ৮০ লাখ ৩৭ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৮ লাখ টাকার, আফতাব অটোর ৬৬ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫৯ লাখ ৯৩ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২৭ লাখ টাকার, প্রাইম টেক্সটাইলের ৩৫ লাখ টাকার, সিনো বাংলার ৩১ লাখ ৭২ হাজার টাকার, এশিয়ার ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৬১ হাজার টাকার, বিবিএস কেবলসের ২২ লাখ ৬২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২২ লাখ ৪৩ হাজার টাকার, ডরিন পাওয়ারের ২১ লাখ ৬৬ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৯ লাখ ৪১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ লাখ ৪৪ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১৬ লাখ ১২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৫ লাখ ১২ হাজার টাকার, নূরানী ডাইংয়ের ১৪ লাখ ৭৯ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৪৮ হাজার টাকার,  সুহৃদের ১২ লাখ ৩৪ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৩ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৭০ হাজার টাকার, শাশা ডেনিমসের ৯ লাখ ৩৬ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ লাখ ১৫ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ১৪ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৫ লাখ ৮০ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৬৮ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ১১ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ক্যাসিনোকাণ্ড: সামশুল-শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৬ অক্টোবরের আইএসপিএবি নির্বাচন: আইএসপিএবি-সিকোয়াব মুখোমুখি পুঁজিবাজারে ধস: মতিঝিল এলাকায় বিক্ষোভ নিষেধ দুই এমপিসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিসিবির সঙ্গে আলোচনা নয়, সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা জনগণ অবৈধ সরকারের অপসারণ চায়: আব্বাস ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি সরবরাহ বন্ধের নির্দেশ কন্যা সন্তানের মা হলেন রুমানা ক্রিকেটারদের অপেক্ষায় বিসিবি কর্মকর্তারা যুক্তরাজ্যে লরি থেকে ৩৯ মৃতদেহ উদ্ধার ওয়ার্কার্স পার্টিতে ভাঙনের সুর “যোগ্য প্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করা হয়েছে” দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের পদমর্যাদা চান প্রাথমিক শিক্ষকরা পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অসহায় মালিকের বাগান কেটে ফেলা সেই নারী গ্রেপ্তার ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাকড আমেরিকায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু শহীদ মিনারে ১০ হাজার শিক্ষক অপহরণের পর বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার উপাচার্যের অপসারণ দাবিতে জাবিতে মশাল মিছিল চিকিৎসক শাহ আলম হত্যা : মূলহোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত এবার কানাইঘাট থানার ওসির ফেসবুক হ্যাক জাবিতে শিবির সন্দেহে দুজন আটক গোপনে ছেলের বিয়ে, অভিমানে মায়ের অত্মহত্যা রণবীর-আলিয়ার বিয়ের কার্ড নিয়ে হুলস্থুল! ছাত্রী হোস্টেলে ছাত্রলীগ নেতাদের যাতায়াত, লাঞ্ছিত ছাত্রীরা বাংলাদেশে ঢুকে মাছ ধরায় ১৪ ভারতীয় জেলে আটক ভোলার সেই বিপ্লবের ভগ্নিপতিকে তুলে নেয়ার অভিযোগ পদত্যাগ করবেন না দুর্জয়-সুজন জাপান সম্রাটের অভিষেকে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি