বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদার দাঁত পরীক্ষা করা হচ্ছে

ফাইল ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার দাঁত পরীক্ষার জন্য তাকে কেবিন ব্লক থেকে ডেন্টাল ইউনিটে নেয়া হয়েছে।
১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিক্যালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কেবিনে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দুপুরে ওই ভবন থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে করে তাকে হাসপাতালের ‘এ’ ব্লকে আনা হয়। পরে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় চতুর্থ তলায় ডেন্টাল ইউনিটে।
হাসপাতালের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম বলেন, “উনার দাঁত পরীক্ষা করা হবে। পরে তাকে আবারও কেবিনে ফিরিয়ে নেব আমরা।”
৭৪ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক রোজার ঈদের সপ্তাহ খানেক আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মুখে জিহ্বায় ঘা হওয়ায় খালেদা জিয়ার খেতে সমস্যা হচ্ছিল। তবে তা অনেকটাই সেরে গেছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ