News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ২৬ মে ২০১৯
আপডেট: ২৩:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

যুবলীগ অস্ট্রেলিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, সিডনি সংবাদদাতা

যুবলীগ অস্ট্রেলিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২৫ মে (শনিবার) সিডনির রকডেলস্থ একটি ফাংশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া শাখা তাদের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

সভাপতি মোস্তাক মেরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান শামীমেরে সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিতি ছিলেন সহসভাপতি ড. লাভলী রহমান, আলাউদ্দীন লোক, আলী আশরাফ হিমেল, আমিনুল ইসলাম রুবেল, এলিজা টুম্পা, মোহাম্মদ হাফিজ, মেহেদী হাসান শাহীন, খালেদ হোসেইন, সাঈফ রানা, মহীউদ্দিন মহী, অপু সারোয়ার, মাহমুদুর রহমান, আরিফুর রহমান, আকাশ দে, শাহনেয়াজ আলো, ঈফতেখার হাসনাইন সহ আরো অনেকে।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ইফতারে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবাবর্গের আত্মার শান্তি কামনা, মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদেরসহ বাংলাদেশের সব আন্দোলন ও সংগ্রামে নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও জননেত্রী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। 

বক্তারা বলেন, সুখি ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মেধা ও মননে পরিশীলিত ভবিষ্যতের জন্য কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দর্শন ও উন্নয়ন ভাবনা প্রবাসের যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেয়ার কাজটি আমাদের করতে হবে। 

ইফতার ও দোয়া মাহফিল শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়