সিডনিতে কুরআন ক্লাসের ইফতার অনুষ্ঠিত
নাইম আবদুল্লাহ সিডনি সংবাদদাতা

স্থানীয় সময় রোববার (১৯ মে) সিডনিস্থ মিন্টু মসজিদে স্থানীয় কুরআন ক্লাসের প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির মুসলিম ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের আর্থিক সহায়তায় কুরআন পাঠ, ইফতার ও রাতের খাবারের আয়োজন করে।
পবিত্র রমজান উপলক্ষে এই আয়োজনে ছাত্রছাত্রীরা মসজিদে উপস্থিত অভিভাবক ও মুসল্লিদের কুরআন তেলোয়াত করে শোনায়।
মিন্টু মসজিদের পেশ ইমামের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে কুরআন ক্লাসের পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাসের সকল ছাত্রছাত্রীদের কুরআন শিক্ষার অধ্যাবসায়ের কথা উল্লেখ করে সকল অভিবাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মিন্টু মসজিদের পেশ ইমাম তার বক্তব্যে মোহাম্মদ বাহার উদ্দিনের নিরলস প্রচেষ্টা এবং প্রবাসী মুসলিম কমিউনিটির ছেলেমেয়েদের ইসলামি শিক্ষায় দীক্ষিত করার মহান ব্রতকে অভিবাদন জানান।
ইফতার ও রাতের খাবারের খরচের পর বাড়তি অর্থ মসজিদের ভিতর মৃতদের জন্য গোসলখানা নির্মাণের কাজে দান করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএস