News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩২, ১৬ মে ২০১৯
আপডেট: ২১:৩৮, ১৭ জানুয়ারি ২০২০

কবি হেনরী স্বপনের জামিন

কবি হেনরী স্বপনের জামিন

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কবি হেনরী স্বপন জামিন পেয়েছেন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এর আগে গত মঙ্গলবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার হন কবি হেনরী স্বপন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা করা হয়েছে। 

বরিশাল নগরীর উদয়ন স্কুল সংলগ্ন ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স লাকা ভেলি গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপনসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিনই নগরের চৌমাথার গোলপুকুর এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বরিশাল নগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদের আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

কবি হেনরী স্বপন সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জায় হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের সূত্র ধরেই তার বিরুদ্ধে এই মামলা হয়।

এর আগে গত ১১ মে গভীর রাতে কিছু ব্যক্তি কবি হেনরী স্বপনের বাসায় গিয়ে তাকে বরিশাল ত্যাগ ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। 

স্বপন নগরের নবগ্রাম রোডের খ্রিস্টান কলোনির বাসিন্দা।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়