News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৮, ১৫ মে ২০১৯
আপডেট: ২২:৪৮, ২৪ জানুয়ারি ২০২০

পুঁজিবাজারে লেনদেন মন্দা, সূচকেও পতন

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে লেনদেন মন্দা, সূচকেও পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।  আর ডিএসইর লেনদেনও আড়াই শত কোটি টাকার ঘরে চলে এসেছে। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনসহ অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। আর সিএসইর লেনদেন এগার কোটি টাকার ঘরে চলে এসেছে। 

বুধবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২৫৬  কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫১ কোটি ১৬ লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ১৭৩টির এবং পরিবর্তন হয়নি ৫৫টির দর। 

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৫ দশমিক শূন্য ৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ১৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৪ দশমিক ২১ পয়েন্টে ও ১ হাজার ৮১২ দশমিক ৮১ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফাস ফাইন্যান্স, মুন্নু সিরামিক, ওয়াইম্যাক্স, লিগ্যাসি ফুটওয়্যার, এস এস স্টিল। 

অপর পুঁজিবাজার সিএসইতে বুধবার লেনদেনের পরিমাণ ১১ কোটি ৭১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর সূচক সিএএসপিআই ৫০ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ পয়েন্টে। 

সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯০ দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসআই সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট কমে যথাক্রমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ দশমিক ৮২ পয়েন্টে, ১৪ হাজার ৭ দশমিক ৭৮ পয়েন্টে, ৯ হাজার ৬৩২ দশমিক ৪১ পয়েন্টে ও ১ হাজার ৪৬ দশমিক ৮৪ পয়েন্টে। 

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়