News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৫, ১৪ মে ২০১৯
আপডেট: ০৭:৪৪, ১৮ জানুয়ারি ২০২০

এশিয়া কাপ খেলতে নেপালে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ খেলতে নেপালে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

প্রথমবারের মতো বড় পরিসরে বসছে হুইলচেয়ার ক্রিকেটের জমজমাট আসর। নেপালের কাঠমান্ডুতে ৪ দেশের মধ্যে অনুষ্ঠিত হবে হুইলচেয়ার এশিয়া কাপ টুর্নামেন্ট। যেখানে আজ সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

সকাল দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছাড়ে মোহাম্মদ মহসিনের নেতৃত্বাধীন ১৫ সদস্যের বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। প্রায় দেড় ঘণ্টার যাত্রা শেষে বেলা সাড়ে ১১টার দিকে কাঠমান্ডুতে গিয়ে পৌঁছান তারা।

বাংলাদেশ ছাড়াও ৪ জাতি এ টুর্নামেন্টের বাকি তিন দল ভারত, পাকিস্তান এবং স্বাগতিক নেপাল। এশিয়া কাপের প্রথম আসরটি মাঠে গড়াবে ১৫ মে থেকে। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক নেপাল এবং ভারত। একইদিন আসরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

লিগপর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৬ এবং ১৭ মে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ১৬ মে সকাল ৯টায় এবং শেষ ম্যাচে ১৭ মে দুপুর ২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (১৮ মে) লিগপর্বের সেরা দুই দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ।

এশিয়া কাপে বাংলাদেশ হুইল চেয়ার স্কোয়াড

মোহাম্মদ মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠু, লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খন্দকার মইনউদ্দিন আহমেদ, মোহাম্মদ আসিফ হোসেন অপু, মোহাম্মদ রিপন উদ্দিন, মোহাম্মদ রাজন হোসেন, মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ রামিম শেখ, জাবেদ আহমেদ ও স্বপন দেওয়ান।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

১৫ মে - নেপাল বনাম ভারত, সকাল ৯টা

১৫ মে - বাংলাদেশ বনাম পাকিস্তান, দুপুর ২টা

১৬ মে - নেপাল বনাম বাংলাদেশ, সকাল ৯টা

১৬ মে - ভারত বনাম পাকিস্তান, দুপুর ২টা

১৭ মে - নেপাল বনাম পাকিস্তান, সকাল ৯তা

১৭ মে - বাংলাদেশ বনাম ভারত, দুপুর ২টা

১৮ মে - ফাইনাল, সকাল ৯টা

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়