টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং বাংলাদেশ। সোমবার ডাবলিনে সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল তিনটা ৪৫ মিনিটে।
উদ্বোধনী জুটিতে এমব্রিস আর শাই হোপ তুলেছেন ৩৫ বলে ৩৭ রান। এমব্রিস ১৮ বলেই ৪ বাউন্ডারিতে করে ফেলেছিলেন ২৩ রান। ষষ্ঠ ওভারে এসে মাশরাফি তাকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়েছেন। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন স্লিপে দাঁড়ানো সৌম্য।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৯০ রান।
এর আগে সিরিজে দুই দলের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৮ উইকেট হারায় টাইগাররা। দুই দলের সব শেষ দেখা ৫ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী টিম টাইগার। অন্যদিকে চলতি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই বড় জয় উইন্ডিজকেও দিচ্ছে ভালো আত্মবিশ্বাস।
বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আগের ম্যাচ খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের চোটের কারণে ওয়ানডে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার আবু জায়েদ রাহীর। ক্যারিবিয়ানদের দলেও এসেছে পরিবর্তন। ডানহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে বার্বাডোজ অলরাউন্ডার রেয়মন রেফারকে দলে নেন দলনেতা হোল্ডার।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে








