News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ১২ মে ২০১৯
আপডেট: ২২:২৪, ৩০ জানুয়ারি ২০২০

জাহানারার দখলে ‘বল অব দ্য উইমেন্স আইপিএল’

স্পোর্টস ডেস্ক

জাহানারার দখলে ‘বল অব দ্য উইমেন্স আইপিএল’

গতবছর থেকে শুরু হওয়া উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা মিনি আইপিএলে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম। অভিষেকটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠেছেন ২৬ বছর বয়সী এই বাংলাদেশি তারকা।

ফাইনালের মঞ্চে বল হাতে রীতিমত আগুন ঝড়িয়েছেন তিনি। নিয়েছেন দুটি উইকেট; যার একটি ‘বেস্ট বল অব দ্য উইমেন্স আইপিএল’ নির্বাচিত হয়েছে। সবমিলিয়ে ৪ ওভার বোলিং করে ২১ রানে ২ উইকেট নেন জাহানারা আলম। তবে ফাইনাল জেতা হয়নি জাহানারার ভেলোসিটির।

ম্যাচ শেষে জাহানারা বলেন, ‘পেস বোলার হিসেবে সেরা ডেলিভারিটি করতে পেরে আমি খুশি। আমি ডট বল নিতে চেয়েছি। উইকেট পেয়েছি। খেলার মোমেন্টাম চেঞ্জ করতে পেরেছি। যার কারণে আমি অনেক বেশি আনন্দিত। চেষ্টা করেছি, ভবিষ্যতে আরও ভালো খেলার চেষ্টা করবো।’ 

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়