News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ৫ মে ২০১৯
আপডেট: ০৩:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

টানা ১২৬ ঘণ্টা নেচে নেপালি তরুণীর বিশ্বরেকর্ড

বিচিত্র ডেস্ক

টানা ১২৬ ঘণ্টা নেচে নেপালি তরুণীর বিশ্বরেকর্ড

একটানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন নেপালের এক তরুণী। ‘লংগেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে এই রেকর্ড গড়েছেন তিনি।

১২৬ ঘণ্টা নেচে রেকর্ড গড়া ১৮ বছর বয়সী ওই তরুণীর নাম বন্দনা। তিনি পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা।

শনিবার দেশটির রাজধানী কাঠমন্ডুতে রেকর্ড গড়ার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন্দনার এই বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।

রেকর্ড গড়ার পরপরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

এত দিন এই রেকর্ড ছিল ভারতের কলামন্ডলম হেমলতার দখলে। ২০১১ সালে একটানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়