News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ২ জুলাই ২০১৫
আপডেট: ১৭:৫৩, ১৯ জানুয়ারি ২০২০

জটিল হচ্ছে শাবি পরিস্থিতি

জটিল হচ্ছে শাবি পরিস্থিতি

সিলেট: জটিল হয়ে উঠছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। একদিকে উপাচার্য বিরোধী আন্দোলন, অন্যদিকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি, পাল্টাপাল্টি চিঠি আদান-প্রদান এবং শিক্ষক ও শিক্ষক সমিতির মধ্যে দ্বিধাবিভক্তি এ পরিস্থিতিকে ঘোলা করে তুলছে।

বৃহস্পতিবার ভিসি অপসারণ ইস্যুতে সরকার সমর্থিত শিক্ষকদের একাংশ দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। আন্দোলনকারী শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়। তবে এর মধ্যেও প্রশাসনিক কার্যক্রম ছাড়াই বহাল আছেন শাবি উপাচার্য।

আন্দোলনরত শিক্ষকদের মুখপাত্র প্রফেসর ড. সৈয়দ শামছুল আলম বলেন, “সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ ভিসির পক্ষ হয়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। তারা শিক্ষকদের হুমকিও দেয়। এর প্রতিবাদে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।”

তিনি আরো বলেন, “আগে প্রকাশিত ভিসির দুর্নীতির শ্বেতপত্রের পরিবর্ধিত সংস্করণ করে সরকারের বিভিন্ন মহলেও পাঠানো হচ্ছে।”

এদিকে শিক্ষকদের আন্দোলনের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌনমিছিল করেছে ছাত্রলীগ। দুপুর ১টায় মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালনের পর ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে মৌন মিছিল করেছে।

এর আগে বুধবার শিক্ষক সমিতির সভাপতি ড. কবির হোসেন এক চিঠিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় যথাযথ সিদ্ধান্তের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসার আহবান জানান।

নিউজবাংলাদেশ.কম/এটিএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়