শুক্রবার রাতে কদমতলী এলাকার ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার রাতে কদমতলী এলাকার ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের কদমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলে মারা গেছেন।
শুক্রবার রাতে কদমতলী এলাকার ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবা মো. সাগির (৪০) ও ছেলে জুনায়েদ (১০)।
স্থানীয়রা জানান, কদমতলী দিয়ে প্রতিদিন অসংখ্য কাভার্ডভ্যান ও ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে মালামাল আনা-নেওয়া করে। এগুলোর কোনো একটির ধাক্কায় দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ জানাতে পারেনি।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, রাতে বিয়েবাড়ির দাওয়াত থেকে মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন সাগির। এসময় দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হন।