যশোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
ছবি প্রতীকী
যশোরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে যশোরের শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুচেমোড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে গেলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা, একটি ওয়ানশুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয় বলেও দাবি করেন এসআই আবুল হাসান।
নিউজবাংলাদেশ.কম/এফএ








