কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
নিহত জাফর আলম টেকনাফের নয়াপাড়া মুছনী ক্যাম্পের শরণার্থী ছিলেন।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, “মঙ্গলবার রাতে রোহিঙ্গা যুবক মো. জাফর আলমকে আটক করে বিজিবি। তাকে জিজ্ঞাসাবাদের পর বিজিবি জানতে পারে বুধবার ভোরে সাবরাং এর ৫ নম্বর স্লুইজ গেট দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি জাফর আলমকে নিয়ে ওই স্থানে ওঁৎ পেতে থাকে। ভোরে মিয়ানমার থেকে চোরাকারবারিরা বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। সাথে সাথে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বিজিবির ২ সদস্য আহত হন। এসময় বিজিবিও ২০-২৫ রাউন্ড গুলি করে। এতে জাফর আলমের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে পাঁচ হাজার পিস ইয়াবা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি।”
উল্লেখ্য, গত শনিবার টেকনাফে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে। তারা সবাই বাংলাদেশি।