খাগড়াছড়ি সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত সাত জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- মিনতি চাকমা (৪৫) ও তার স্বামী মহিরঞ্জন চাকমা (৫২)। তাদের বাড়ি খাবাংফুরিয়া গ্রামে।
খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক সালাম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক গুরুতর অবস্থায় থাকা চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।