News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ০৭:৩০, ৩০ জানুয়ারি ২০২০

যশোরে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত

যশোরে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত

ছবি প্রতীকী

যশোরে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ওই ব্যক্তি, যিনি ডাকাত দলের সদস্য ছিলেন।

বুধবার ভোরে যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক নূর-উন-নবী বলেন, “যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় দুই ডাকাত দলের বন্দুকযুদ্ধ হচ্ছে- এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয়ে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি করাত, তিনটি হাসুয়া, রশি ও স্যান্ডেল উদ্ধারের দাবি করেছে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়