News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১৯:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২০

ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর দায়ে ৪ কিশোর আটক

জয়পুরহাট সংবাদদাতা

ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর দায়ে ৪ কিশোর আটক

জয়পুরহাটে ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর সঙ্গে জড়িত থাকার দায়ে চার কিশোরকে আটকের পর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের বৈরাগী মোড় এলাকা থেকে চারজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার ধ্রুব দাস (১৬), একই এলাকার আরমান অভি (১৭), অর্ণব খন্দকার (১৭) ও দ্বীপ দাস (১৬)। এরা সবাই উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন বলেন, চার কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটস আপ ইত্যাদি ব্যবহার করে এসএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সন্ধ্যায় চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী হাকিম মো. শাহরিয়ার হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। হাকিম প্রত্যেকের ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করেন।

র‍্যাব কর্মকর্তা আরো বলেন, ‘‘বয়স, পারিবারিক ও সামাজিক মর্যাদা এবং মানবিক দিক বিবেচনা করে কারাদণ্ডাদেশের পরিবর্তে শুধু অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।’’

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়