ভালোবাসার রঙে ‘আর্ট’
লাইফস্টাইল ডেস্ক
এই সময়টাতে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে পোশাক ব্যবহারের একটা ধারা চালু হয়েছে। বর্তমান সময়ে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দেশের ফ্যাশন হাউসগুলো বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকে। বেদনার রঙ যদি নীল হয় তাহলে ভালোবাসার রঙ নিশ্চিত লাল। তাই বরাবরের মতো এবারও ফ্যাশন হাউস ইন্ডিগো ভালোবাসার রং লাল, গোলাপীকে প্রাধান্য দিয়ে আরামদায়ক পোশাক তৈরি নিয়ে ব্যস্ত।
‘আর্টে’র ভালোবাসা দিবসের পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য।
আর্টে’র নিত্য নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে-শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পানজাবি। এছাড়াও রয়েছে মেয়েদের আধুনিক ও রুচিসম্মত পোশাক।
Facebook : https://www.facebook.com/artbd
নিউজবাংলাদেশ.কম/এমএস








