ঢাকা: দুই দফা সময় বাড়িয়েও কলেজে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। রোববার তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই ফল প্রকাশের কথা ছিল। অনেক রাত জেগে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও ফল পাননি শিক্ষার্থীরা।
এরপর শুক্রবার রাত সাড়ে ১১টায় মেধা তালিকার প্রকাশের সময় নির্ধারণ করা হয়। ওইদিনও কাজ শেষ করতে পারেনি ঢাকা বোর্ড। বলা হয়, শনিবার সকাল ৮টায় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে। কিন্তু শনিবার সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ww.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে চোখ রাখলেও ফল জানতে পারেননি। ফলাফল প্রকাশ করা জন্য রোববার দিন নির্ধারণ করা হয়। তবে রোববার কখন প্রকাশ করা হবে তা জানান হয়নি।
ওয়েবসাইট হ্যাকড হওয়ায় ফলপ্রকাশ বিলম্বিত হয়েছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ