News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১১, ২৬ জুন ২০১৫
আপডেট: ০১:৪০, ১৮ জানুয়ারি ২০২০

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

দামুড়হুদায় ৩১ স্কুলে প্রধান শিক্ষক নেই

দামুড়হুদায় ৩১ স্কুলে প্রধান শিক্ষক নেই

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলায় ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

উপজেলায় প্রধান শিক্ষকদের পদ শূন্য হওয়ায় ভেঙে  পড়ছে শিক্ষা ব্যবস্থা। এসব স্কুল ও শিক্ষা কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত দিয়ে।

অভিভাবক ও স্কুল পরিচালানা কমিটির সদস্যরা জানান, কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও  সহকারী শিক্ষকের অভাবে পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এসব স্কুলের ২০১৫ সালের সমাপনী শিক্ষার্থীদের অভিভাবকরা প্রতিযোগিতামূলক শিক্ষাঙ্গনের এবারের ফলাফল নিয়ে দুশ্চিন্তায় আছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম জানান, বাঘাডাঙ্গা, মজলিসপুর, চাকুলিয়া, ফুলবাড়ি, হাতিভাঙ্গা, পিরপুরকুল্লা, দলিয়ারপুর, হেমায়েতপুর, মুন্সিপুর, বুইচিতলা, সদাবরি, ছুটিপুর, নাটুদা, রঘুনাথপুর, ছাতিয়ানতলা, বয়রা, চারুলিয়া, সদ্য সরকারি হওয়া রেজিস্টার্ড স্কুলের মধ্যে বোয়ালমারী, পেতারপাড়া, কুড়ারগাছি ও মাঠপাড়াসহ মোট ৩১টি স্কুলের প্রধান শিক্ষক নেই।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়