জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া সড়কে ডাকাতি প্রস্ততির সময় পুলিশ ও ডাকাতদলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ছানোয়ার নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
গুলিবিদ্ধ ছানোয়ার পাঁচবিবি উপজেলার জিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, রাতে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল-এমন সংবাদ পেয়ে টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ছানোয়ার পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় সেখান থেকে একটি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ছানোয়ারের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পাঁচটি মামলা রয়েছে বলেও জানান ওসি।