রাজশাহীর বাঘায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পেয়ে পরিদর্শনে যাওয়া এসিল্যান্ড ও নিরাপত্তাকর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলাইপুর-হরিরামপুর বালু ঘাটে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, বাঘা উপজেলার আলাইপুর-হরিরামপুর পদ্মা নদীতে স্থানীয় নওশাদ আলী ও তার লোকজন দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এলাকার লোকজন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েসের কাছে অভিযোগ করেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান এসিল্যান্ড। এ সময় হরিরামপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে নওশাদ আলী ও তার ৩০-৪০ জনের একটি দল এসিল্যান্ডের ওপর হামলা চালায়।
এতে এসিল্যান্ড ইমরুল কায়েস গুরুতর আহত হন। তার নিরাপত্তাকর্মীকেও মারপিট করা হয়।
ঘটনার পর বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) আবদুল কাদের ও পুলিশ সুপার (এসপি) শহিদুল ইসলাম।
বাঘা থানার ওসি মহসীন আলী জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, অবৈধ বালু উত্তোলনের অভিযোগের কারণে পরিদর্শনে গিয়েছিলেন এসিল্যান্ড ইমরুল কায়েস। এ সময় অতর্কিতভাবে হরিরামপুর গ্রামের নওশাদ আলী নামে এক ব্যক্তি হামলা চালিয়ে এসিল্যান্ড ও নিরাপত্তাকর্মীকে মারপিট করে আহত করেছে। এসিল্যান্ডের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়েছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।