News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ১০ জানুয়ারি ২০১৯
আপডেট: ০৫:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ছবি প্রতীকী

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, তারা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন।  

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার খুরের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন- আব্দুর রশিদ (৪৫) ও আবুল কালাম (৩৫)। তাদের বাড়ি সাবরাং ইউনিয়নে। 

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, “পুলিশের একটি দল গভীর রাতে মাদক উদ্ধারের জন্য নাফ নদীর খুরের মুখ এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করলে পুলিশও গুলি করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।” 

এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন ওসি। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের কথাও বলছেন তিনি।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়