News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৬, ২৫ জুন ২০১৫
আপডেট: ০১:৪০, ১৮ জানুয়ারি ২০২০

শাবিতে ভিসি বিরোধী আন্দোলন অব্যাহত

শাবিতে ভিসি বিরোধী আন্দোলন অব্যাহত

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর ব্যানারে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

উপাচার্যের অপসারণের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো প্রথম প্রশাসনিক ভবনের (উপাচার্য ভবন) সামনে ব্যানার টানিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন তারা।

এদিকে, আন্দোলন চলাকালে হিসাব বিভাগের গেটে তালা না দিয়ে বিভাগের কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ শামসুল আলম জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার সকাল থেকেই তাদের কর্মসূচি চলছে। এছাড়াও উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচার প্রভৃতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়