১৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শক্তিশালী একটি ফোন বাজারে এলো। এটি বাজারে এনেছে ইউলিফোন নামের একটি প্রতিষ্ঠান। মডেল ইউলিফোন পাওয়ার ফাইভ। ফোনটিতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
৬ জিবি র্যামের এই ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চির ফুল ভিশন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০×১০৮০ পিক্সেল।
ফোনটি পরিচালনার জন্য রয়েছে এমটি৬৭৬৩ মডেলের অক্টাকোর প্রসেসর। স্টোরেজের জন্য এতে ৬৪ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ২১ অন্যটি ৫ মেগাপিক্সেলের। সেলফির জন্য আছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটির মূল্য ২৬৯ ডলার।
নিউজবাংলাদেশ.কম/এমএস