ঢাকা: মাদরাসা পড়ুয়াদের জন্য শুরু হতে যাচ্ছে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি কোর্স। ১৫ জুন থেকে ২৪ দিনব্যাপী এ কোর্সটি শুরু হবে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মুহাম্মদিয়ায়। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিনির্মাণের আয়োজনে এ কোর্সটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)।
আয়োজক সূত্রে জানানো হয়, কেবল কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ কোর্সে অংশ নিতে পারবেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা এতে প্রশিক্ষণ দেবেন।
এ কোর্সে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি রেডিও, টিভি ও অনলাইন মাধ্যমের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। হাতে কলমে সাংবাদিকতা শেখানো ছাড়াও বিটভিত্তিক সাংবাদিকতা, ফিচার লিখন পদ্ধতি ও ফটোগ্রাফি প্রসঙ্গেও ধারণা দেয়া হবে।
কোর্স প্রসঙ্গে বিনির্মাণের উপদেষ্টা মাওলানা আশরাফ মাসরুর বলেন, “কওমি শিক্ষার্থীদের মূলধারার সাংবাদিক ও সাংবাদিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ কোর্সের আয়োজন। এখান থেকে প্রশিক্ষণ শেষে অনেকেই নিজেদেরকে সৎ ও আদর্শিক সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমার বিশ্বাস।”
প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে আরও রয়েছে, সাংবাদিকতার প্রাথমিক পাঠ, তাত্ত্বিক পাঠসহ মিডিয়ার সব শাখার মৌলিক ধারণা। কোর্স ফি দুই হাজার টাকা। নিবন্ধনের শেষ তারিখ ১০ জুন।
কোর্সটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাওলানা ফয়সান আহমাদ, মুফতি ইসহাক মাহমুদ, বিনির্মাণের আদনান মাসউদ, ইমদাদ আশরাফ, মহিম মাহফুজ ও আব্দুল্লাহ সিদ্দীক।
কোর্সে অংশগ্রহণকারী সবার জন্য সনদ দেবে আয়োজক সংস্থা। কোর্স সেরাদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে বলে জানান আয়োজকরা। কোর্স সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানা যাবে ০১৯১৯-৩১৮০৫০ ও ০১৬৮৮৭০১৮৪৪ নম্বরে। এছাড়াও www.facebook.com/events/1419333958389606 এ লিংকে গেলেও পাওয়া যাবে যাবতীয় তথ্য।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই