News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ৩১ মে ২০১৫
আপডেট: ০১:৪০, ১৮ জানুয়ারি ২০২০

মোদি পারলে আমি কেনো পারবো না

মোদি পারলে আমি কেনো পারবো না

লালমনিরহাট: বাবার সঙ্গে রিকশা চালিয়ে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে মাজিদুল ইসলাম। মাজিদুল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রিকশা চালক রহমত আলীর পুত্র। সে হাতিবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে।

মাজিদুল স্বপ্ন দেখছে ম্যাজিস্ট্রেট হওয়ার। যদিও সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে সংশয় ও নানা বাধা। তারপরও এগিয়ে যেতে চায় মাজিদুল। তার মতে, চা বিক্রেতা থেকে মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমি রিকশা চালিয়ে ম্যাজিস্ট্রেট হতে পারব না কেনো?

জানা যায়, মাজিদুলের বাবা রিকশা চালিয়ে সংসার চালাত। কিন্তু বছরখানেক আগে রিকশা চালানোর ক্ষমতা হারিয়ে ফেলে মাজিদুলের বাবা রহমত। তখন থেকে লেখাপড়ার পাশাপাশি রিকশা চালিয়ে সংসার চলানোর দায়িত্ব কাঁধে নেয় মাজিদুল। তার আয় দিয়ে চলে ছয় সদস্যের সংসার। ফলে এসএসসি হলেও পরবর্তীকালে লেখাপড়ার বাড়তি খরচ জোগাতে না পারায় মাজিদুলের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

হাতিবান্ধা আর্দশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তাফা জানান, “মাজিদুল মেধাবী ও জেদি। লেখাপড়ার প্রতি রয়েছে তার প্রচণ্ড জেদ। সহযোগিতা পেলে মাজিদুল তার স্বপ্ন পূরণ করতে পারবে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়