News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ২৯ মে ২০১৫
আপডেট: ০১:৪১, ১৮ জানুয়ারি ২০২০

কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা

কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা

ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে সারাদেশের সহকারী প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন।   

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ আয়োজিত শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবি শীর্ষক মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।

‘শিক্ষকদের মানুষ গড়ার কারিগর’ মন্তব্য করে তিনি বলেন, আমরা একজন ড্রাইভারের বেতনের চেয়ে কম বেতন পাই। আবার প্রধান শিক্ষকের সাথে আমাদের বেতন বৈষম্যও অনেক বেশি।

বেতন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের ছেলে-মেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। তাই প্রধান শিক্ষকের বেতন স্কেল আট হাজার টাকা ও সহকারী শিক্ষকদের ৬ হাজার চারশত টাকা করতে হবে।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে  বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন থেকে ১০ জুন কাল ব্যাজ ধারণ, ১১-১৫ জুন ১০ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা টানানো হবে।  

শিক্ষা বাজেটের অর্ধেক প্রাথমিক শিক্ষা খাতে ব্যয় করতে হবে। নিয়োগবিধি পরিবর্তন করে নারী ও পুরুষ উভয়েরই সমান শিক্ষাগত যোগ্যতা রাখতে হবে। শিক্ষক নিয়োগে ২৫% পোষ্য কোটা চালু করতে হবে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড, সহকারীদের ১১তম গ্রেড দিতে হবে। প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ ঘোষণা করে শতভাগ পদোন্নতি চালু করাসহ ১২ দফা দাবি করে উত্থাপন করেন তারা।

দাবি  মানা না হলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাজাহান আলম সাজুসহ  বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়