সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের ত্রাস ‘বনদস্যু’ বাহিনী প্রধান করিম ও তার সহযোগী আলামিন গুলিবিদ্ধ হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ করিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাদনীমুখা গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও আলামিন একই গ্রামের কাশেম গাজীর ছেলে।
পুলিশের দাবি, সকালে করিমকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী রাতে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে চুনা নদীতে অবস্থানরত বনদস্যু করিম বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি করে। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশও। গোলাগুলির এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলেও গুলিবিদ্ধ হয় করিম ও আলামিন। এ ঘটনায় আহত হয় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান, উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ও কনস্টেবল সোনা মিয়া।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপ গান, একটি ছুরি ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান চিকিৎসারত অবস্থায় জানান, গুলিবিদ্ধ দুই বনদস্যুসহ আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, রোববার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া এলাকা থেকে এক সহযোগীসহ বনদস্যু বাহিনী প্রধান করিমকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
নিউজবাংলাদেশ.কম/আইকে/এফই