News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৩, ২৪ মে ২০১৫
আপডেট: ০৩:০৩, ২৫ জানুয়ারি ২০২০

লালমনিরহাটে বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে পাঁচ উপজেলা

লালমনিরহাটে বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে পাঁচ উপজেলা

লালমনিরহাট: লালমনিরহাটের শনিবার দিবাগত রাতে কালশৈাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অনধকারে নিমজ্জিত হয়েছে ৫টি উপজেলা। গত ২৪ ঘন্টায় এ এলাকায় বিদ্যুত সংযোগ পায়নি এলাকাবাসী। বিদ্যুৎ সরবরাহ না থাকায় কেরোসিন তৈলের লিটার প্রতি ২টাকা বেশি নিচ্ছে বিক্রেতারা।

লালমনিরহাট বিদ্যুৎ প্রকৌশলী আসনাদজামান নিউজবাংলাদেশ.কমকে জনান, “জেলায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল রাত ১২টা থেকে একটা পর্যন্ত জেলাসদরসহ পাঁচটি উপজেলা কালীগঞ্জ, আদিতমারী, হাতিবান্ধা, পাটগ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় বিদ্যুতের পিলারসহ বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রংপুর মিঠাপুকুর এলাকার ৩৩ কেবি পিলার পড়ে গেছে। মধ্যরাত থেকে কাজ চলছে, সময় লাগবে। কিন্তু কখন চালু হতে পারে সেটি বলা যাচ্ছে না।”

কালীগঞ্জ উপজেলার গফুর মিয়া নিউজবাংলাদেশ.কমকে জনান, বিদ্যুৎ না থাকায় কেরোসিন তেলের দাম বেড়ে গেছে।প্রতি লিটার তেল এখন দুই টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।

এব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি নিউজবাংলাদেশ.কমকে জনান, “কিছু খোলা বাজারের ব্যবসায়ীরা এটি করছে।”

লালমনিরহাট সদর থানার (ওসি)এইচ.এম মহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে নিউজবাংলাদেশ.কমকে জানান, “এতে বেশির ভাগ গ্রামে অন্ধকারে রাত কাটাতে হচ্ছে। তবে ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে তারা এখন কাজ করছেন “

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়