News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৫, ২৪ মে ২০১৫
আপডেট: ২৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২০

বুরুন্ডির বিরোধী দলের প্রধানকে গুলি করে হত্যা

বুরুন্ডির বিরোধী দলের প্রধানকে গুলি করে হত্যা

বুরুন্ডির বিরোধী দলের প্রধান জেদি ফেরুজিকে গুলি করে দেহরক্ষীসহ হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এঘটনা অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার বিকেলে রাজধানী বুজুমবুরার নগারা এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত ফেরুজি বুরুন্ডির বিরোধী দল ইউনিয়ন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউপিডি) প্রধান।

একই ঘটনায় ফেরুজিকে নিরাপত্তা দানে নিয়োজিত অপর এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।

ফেরুজির হত্যা বুরুন্ডির অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিলে প্রেসিডেন্ট নকুরুনজিজা তৃতীয় মেয়াদে নির্বাচনের ঘোষণা দিলে রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে দেশটিতে সরকার বিরোধী সেনা অভ্যুত্থান ঘটলেও তা ব্যর্থ হয়। এ পরিস্থিতিতে রাজনৈতিক সহিংসতায় দেশটিতে প্রাণ হারায় কমপক্ষে ২০ জন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়