মানবতা বিরোধী অপরাধের বিচার
মাহিদুর ও আফসারের রায় বুধবার
ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর যুদ্ধাপরাধ মামলায় রায় বুধবার ঘোষণা করা হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।
২২ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষণমাণ রাখেন ট্রাইব্যুনাল।
এর আগে ২৭ জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মাহিদুর ও আফসারের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জেডএম আলতাফুর রহমানসহ প্রসিকিউশনের মোট ১০ জন সাক্ষী। তবে মাহিদুর ও আফসারের পক্ষে কোনও সাফাই সাক্ষী ছিল না।
মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত বছরের ১৬ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন তাদেরকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আটক দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন করেছিল। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গত বছরে ২৪ নভেম্বর মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়।
নিউজবাংলাদেশকম.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম