ঝিনাইদহে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ
ঝিনাইদহ: ঝিনাইদহে ইউপি সদস্য আবু তালেবের বিরুদ্ধে চোরাই গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে সোমবার ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুরের সবুজ স-মিলের কাছে দুটি চোরাই গাছ ফেলে পালিয়ে যান ওই ইউপি সদস্য। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ গাছ দুটি উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, রাত ৯টার দিকে স্থানীয় মামুনশিয়া গ্রামের ইউপি সদস্য আবু তালেব ও কাঠ ব্যবসায়ী আবুল হাশেম দুটি ইপিল ইপিল গাছ বিক্রি করার জন্য দর কষাকষির এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তবে আবু তালেব গাছ বিক্রির বিষয়টি অস্বীকার করে নিউজবাংলাদেশকে বলেছেন, গাছ দুটি ঝড়ে উপড়ে পড়েছিল। তাই আমি তা কেটে বাজারে রেখে এসেছি। বিক্রির জন্য নিয়ে যাইনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বাজারগোপালপুর-চোরকোল সড়কের দুটি গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে স্থানীয় সবুজ স-মিলে বিক্রির করছে- এমন সংবাদের ভিত্তিতে বাজারগোপালপুর পুলিশ অভিযান চালায়। সে সময় ওই এলাকার একটি স-মিলের কাছ থেকে দুটি বড় ইপিল ইপিল গাছ উদ্ধার করে। এ সময় গাছ চুরির সাথে জড়িত লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে/এফই
নিউজবাংলাদেশ.কম








