News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ১৮ মে ২০১৫
আপডেট: ১২:০৪, ১৯ জানুয়ারি ২০২০

চিংড়ির ঘের থেকে লাশ উদ্ধার

চিংড়ির ঘের থেকে লাশ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটে জুয়েল শাহ (২৭) নামে এক ঘের কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের হালিম মোড়লের চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জুয়েল শাহ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের খনিরখণ্ড গ্রামের মো. শাহজাহান শাহের ছেলে।

হালিম মোড়ল বলেন, ফকিরহাট বাজার থেকে বুধবার জুয়েলকে ঘেরের কর্মচারী হিসেবে নিয়ে আসেন। জুয়েল তার চিংড়ি ঘেরের বাসায় থেকে মাছের খাবার দেওয়াসহ বিভিন্ন কাজ করছিলেন। সোমবার সকালে পাশের ঘের মালিক তার ঘেরের পানিতে জুয়েলের লাশ ভাসতে দেখে তাকে খবর দেন। তিনি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বারুইপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎ কুমার বসু জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চি‎হ্ন পাওয়া যায়নি। সে কীভাবে মারা গেছে তা ময়না তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়