News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৩, ১৮ মে ২০১৫
আপডেট: ১২:০৪, ১৯ জানুয়ারি ২০২০

পর্নো ছবি ছাড়া কোনো ছবিতেই নারীর গুরুত্ব নেই

পর্নো ছবি ছাড়া কোনো ছবিতেই নারীর গুরুত্ব নেই

‘শুধু পর্নো ছবিতেই পুরুষের চেয়ে নারীকে গুরুত্ব দেওয়া হয়, অন্য কোনো ছবিতে নয়।’ কান উৎসবের মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলে বোমা ফাটিয়েছেন মেক্সিক্যান আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক।  

হলিউড সম্পর্কে তিনি বলেন, নারীদের ব্যাপারে হলিউড অভিশ্বাস্য রকম অজ্ঞ। নারীদের বুদ্ধিমত্তাকে বরাবরই নিচু নজরে দেখার অভ্যাস রপ্ত করেছে এ জগৎ।

নিজের অভিজ্ঞাতার কথা উল্লেখ করে তিনি বলেন, চলচ্চিত্র জগতে নারীদের ওপর অবাধ যৌন নিগ্রহ চলে কিন্তু এর প্রতিবাদ হয় না। ফিল্মে নারীর রুচি সম্পর্কে অনেক ভুল ধারনা তৈরি হয়েছে। এখানে নারীর দক্ষতার কোনো মূল্যায়ন নেই।

পারিশ্রমিকের ক্ষেত্রে পুরুষরাই সব সময় বেশি পায় বলে তিনি সমালোচনা করেন।

সব শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, শুধু পর্নো ছবিতেই নারীকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়, অন্য কোনো ছবিতে নয়।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়