News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১৮ মে ২০১৫
আপডেট: ০৬:০৫, ১৮ জানুয়ারি ২০২০

প্রেমিকাকে দেখতে আবার আইন ভাঙলেন কোহলি

প্রেমিকাকে দেখতে আবার আইন ভাঙলেন কোহলি

ঢাকা: আইন ভাঙাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি! শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে ম্যাচ ফি হারিয়েছিলেন দিল্লির ব্যাটসম্যান। দুই দিন বাদে নেতিবাচক কারণে আবারো খবরের শিরোনামে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। এদিন ক্রিকেটের আইন ভেঙে ম্যাচ চলাকালে ভিআইপি স্ট্যান্ডে গিয়ে বান্ধবী আনুশকা শর্মার সঙ্গে দেখা করেন বিরাট।

রোববার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিংয়ের সময় বৃষ্টি হানা দিলে ম্যাচ বন্ধ হয়। ত্রিপল দিয়ে উইকেট ঢেকে দেয়া হয়। এ সময় উইকেটে থাকা দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও বিরাট কোহলি প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু এর মিনিট খানেক বাদেই কোহলিকে আর প্যাভিলিয়নে পাওয়া যায়নি, তাকে দেখা যায় ভিআইপি লাউঞ্জে। যেখানে তার বান্ধবী আনুশকা শর্মা বসে ছিলেন। এটা স্পষ্টত ক্রিকেটীয় আইনের লঙ্ঘন। কেননা অ্যান্টি করাপশন প্রোটোকল অনুযায়ী ম্যাচ চলাকালে বোর্ড বা আকসুর অনুমতি ছাড়া ক্রিকেটাররা অন্য কারো সঙ্গে দেখা করতে পারবেন না।

তবে কোহলির বিরুদ্ধে আইন ভাঙা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এটাই প্রথম নয়। ২০১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সালে আরো সাতবার ভারতীয় ক্রিকেটারের বিপক্ষে ক্রিকেটীয় আইন ভাঙার অভিযোগ ওঠে। গেল ভারত সফরে কোহলির কথা ভেবেই ড্রেসিং রুপে ওয়াগদের অন্তর্ভূক্তি অনুমোদন করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু কোহলি বারবার আইন ভাঙায় প্রশ্ন উঠছে- একজন ব্যক্তি কী আইনের থেকে বড় হয়ে উঠছে?

নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়