টেক্সাসে সশস্ত্র বাইকারদের মধ্যে গোলাগুলিতে ৯ জন নিহত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওয়াকো শহরে বিবদমান সশস্ত্র বাইকারদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত নয়জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। ওয়াকো শহরের সেন্ট্রাল টেক্সাস মার্কেট প্লেস এলাকায় অবস্থিত টুইন পিকস স্পোর্টস বার অ্যান্ড গ্রিল নামের রেস্তোরাঁয় রোববার বাইকারদের মধ্যে বিরোধের জের ধরে একপর্যায়ে গুলিবিনিময় পর্যন্ত গড়ায়।
ওয়াকোর পুলিশের সার্জেন্ট প্যাট্রিক সোয়ানটন জানান, গুলিতে ঘটনাস্থলে আটজন ও হাসপাতালে একজন নিহত হয়েছে। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের সকলেই বাইকার।
সশস্ত্র বাইকারদের কমপক্ষে পাঁচটি দল এই সংঘর্ষে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা দিয়েছে পুলিশ। রেস্তোরাঁটির কাছে গাড়ি রাখার স্থান নিয়ে বাইকারদের মধ্যে বিরোধ দেখা দেয়। মধ্যাহ্নের কিছু পর বাইকারদের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
মিচেল লোগান নামের এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ‘রেস্তোরাঁর গাড়ি রাখার জায়গাটিকে একটি যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছিল। সেখানে সম্ভবত ৩০টি আগ্নেয়াস্ত্র থেকে ১০০টি গুলি ছোড়া হয়েছে।’
ওই রেস্তোরাঁয় যারা খেতে এসেছিলেন এবং যারা কাজ করছিলেন, তারা সবাই গুলি থেকে বাঁচতে খাবার রাখার একটি হিমঘরে আশ্রয় নেন। পরে পুলিশ এসে পাহারা দিয়ে তাদের সরিয়ে নেয়।
সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পুলিশ একশো’র বেশি বাইকারকে গ্রেফতার করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম