ঢাকা: ২০০৯ সালের পর হতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটা একঘরে পাকিস্তান। কোন টেস্ট খেলুড়ে দেশই পাকিস্তানের মাটিতে পা রাখতে রাজি হচ্ছিল না। বাংলাদেশ দু দুবার পিসিবিকে কথা দিয়েও নিরাপত্তাজনিত কারণে দেশটিতে সফর বাতিল করে।
দীর্ঘ সময় ধরে পাকিস্তান সফরের কথা ভুলেও ভাবেনি ভারত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের ভাবনাও ভারতীয়দরে অনুরুপই। এই অবস্থায় ক্রিকেটে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে ওঠা পাকিস্তানে সিরিজ খেলতে রাজি হয় জিম্বাবুয়ে। ফলে আফ্রিকার দেশটির প্রশংসায় বুঁদ হয়েছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। এটাকে ‘মহৎ প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন তিনি।
৬ বছর বাদে পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে- বিষয়টিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নে রমিজ বলেন, “এটা খুবই খুশির সংবাদ। তবে কয়েকদিন আগে যখন শুনলাম জিম্বাবুয়ে আসছে না, তখন হৃদয় ভেঙে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব অচলাবস্থা কেটে গেছে। তারা আমাদের দেশে আসছে। এটা আমাদের দেশের ক্রিকেট ভক্তদের জন্য দারুণ একটি খবর। জিম্বাবুয়ে ক্রিকেটের একটি মহতী উদ্যোগ। তাদের প্রচেষ্টাকে বাহবা দিতেই হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে