ভারতে দেড় কোটি অবৈধ বাংলাদেশি: আরএসএস
ভারতে দেড় কোটি অবৈধ বাংলাদেশি রয়েছে বলে দাবি করেছে ভারতের হিন্দু মৌলবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। তারা দাবি জানিয়েছে, স্থলসীমান্ত চুক্তি পাসের পর বাংলাদেশ থেকে কথিত অবৈধ অভিবাসী ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয়া হোক।
আরএসএসের মুখপাত্র অর্গানাইজারের সর্বশেষ সংখ্যায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, “বাংলাদেশ থেকে অভিবাসীদের প্রবেশ ঠেকানো না গেলে ভারতের পূর্বাঞ্চলে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাদেরকে ঠেকানো না গেলে ভারতের জনতত্ত্ব বদলে যাবে এবং নিরাপত্তা হুমকিতে পড়বে।”
সম্পাদকীয়তে আরো বলা হয়, “এসব অভিবাসীদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হবে। যেমনটা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং তার আগের বাম সরকার।”
সংগঠনটি দাবি করেছে, “ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে বাংলাদেশি হিন্দু অভিবাসী ও মুসলমানরা অনুপ্রবেশ করছে। অবৈধ এ অভিবাসীরাই ভারতের সীমান্তবর্তী অঞ্চলের হিন্দুদের ওপর আক্রমণ চালাচ্ছে।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








