পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় পাঁচ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে আদিবাসী অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত হয়েছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানান, গতকাল চালানো ওই হামলায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন বিদেশি এবং দুজন পাকিস্তানি। নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্যে, জঙ্গিদের গোপন আশ্রয়স্থলে দুইটি মিসাইল হামলা চালানো হয়। এতে, পাঁচ জঙ্গি নিহত ও আরও দুইজন আহত হন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








