ছিনতাইকারীর বোমায় আহত ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর
ঢাকা: ছিনতাইকারীর বোমায় আহত হয়েছেন ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সিরাজুল হক ভুইয়া (৫০)।
রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সিরাজুল হক ভুইয়া রোববার সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর গিয়েছিলেন। এ সময় তার কাছে একটি ব্যাগ ছিল। ছিনতাইকারীরা মনে করেছিল ওই ব্যাগের মধ্যে টাকা আছে। তাই ওই ব্যাগ ছিনতাই করার জন্য ছিনতাইকারীরা তার ওপর বোমা ছুড়ে মারে। এতে তার বাম পায়ে গুরুতর জখম হয়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম