News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ১৭ মে ২০১৫
আপডেট: ০৫:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

‘ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য দরকার’

‘ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য দরকার’

ঢাকা: ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধ জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাপ।

 রোববার নয়াপল্টন যাদু মিয়া মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৩৯তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া একথা বলেন।

গোলাম মোস্তাফা বলেন, “১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা লং মার্চের মাধ্যমে মজলুম জননেতা মওলানা ভাসানী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা করেছিলেন তা সকল দেশপ্রেমিক শক্তির অনুপ্রেরনার উৎস হয়ে থাকবে।”

তিনি বলেন, “দিল্লির তাবেদারি ছেড়ে দিয়ে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা ভারতের কাছ থেকে আদায় করতে হবে। টিপাইমুখ বাঁধসহ ভারতের সকল ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। কোনো অবস্থায় টিপাইমুখ বাঁধ নির্মান করতে দেয়া হবে না।”
 
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, “ভারত একতরফাভাবে ফারাক্কার মাধ্যমে বাংলাদেশের পানি প্রত্যাহার করে নিয়ে দেশের এক তৃতীয়াংশ অঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে। রাজশাহী অঞ্চল এখন ভয়াবহ পরিস্থিতির শিকার। টিপাইমুখে বাঁধ নির্মাণের মাধ্যমে দেশের সিলেটসহ আরও এক তৃতীয়াংশ মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। আর বর্তমান তাঁবেদারি ভারতপ্রেমী সরকার মুখ বন্ধ করে এসব সহ্য করছে। এজন্য অবিলম্বে এই তাঁবেদারি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। জীবনের বিনিময়ে হলেও ভারতের পানি আগ্রাসন রুখতে হবে।

কৃষক ন্যাপ যুগ্ম আহ্বায়ক মো. কামাল ভুইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, বক্তব্য রাখেন কৃষক ন্যাপ নেতা মোঃ শামিম ভুইয়া, আবদুল হালিম, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-মাসুম, আবদুল্লাহ কাউছার প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়