News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩০, ১৭ মে ২০১৫
আপডেট: ১২:০৩, ১৯ জানুয়ারি ২০২০

মুরসির বিচার একটি প্রহসন: অ্যামনেস্টি

মুরসির বিচার একটি প্রহসন: অ্যামনেস্টি

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির বিরুদ্ধে ফাঁসির আদেশকে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি আরো বলেছে, একটি ভুয়া প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এ বিচার সম্পন্ন হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপ পরিচালক সাঈদ বুমিদোহা বলেছেন, “প্রকৃতপক্ষে মুরসিকে বহুদিন ধরে যোগাযোগবিচ্ছিন্ন করে রাখা হয় এবং বিচার বিভাগের দেখভাল ছাড়াই তার বিচার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তের সময় তিনি কোনো আইনজীবীর সহায়তা নিতে পারেননি। সে কারণে এ বিচারকে নিতান্তই অভিনয় বা প্রহসন ছাড়া আর কিছু বলা যায় না।”
 
সাঈদ বুমিদোহা আরো বলেন, “মুরসিকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ মানবতার বিরুদ্ধে পরিষ্কার অবমাননা।” তিনি দ্রুত মুরসিকে মুক্তি দিতে অথবা সত্যিকারের বিচার প্রক্রিয়া শুরু করতে মিশর সরকারের প্রতি আহ্বান জানান।
 
শনিবার মিশরের একটি আদালত মুরসি ও তার ১০৫ জন সঙ্গীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

রায়ের কয়েক ঘণ্টার মধ্যে এক হামলায় তিন বিচারক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বিচারক।
 
২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে মিশরে গণ বিপ্লবের সময় মুরসি ও তার সমর্থকরা একটি কারাগার ভেঙেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। সে সময় তারা গণভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও অভিযোগ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়