ঢাকা: জার্মান বুন্দেসলিগায় টানা তৃতীয় ম্যাচ হারল বায়ার্ন মিউনিখ। শনিবার ফ্রেইবুর্গের বিপক্সে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে প্রথমে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে জার্মান চ্যাম্পিয়নরা।
মাগা সোলার স্টেডিয়ামে আতিথ্য নিতে গিয়ে স্বাগতিক দলের ২৪ হাজার সমর্থককে প্রথমেই নিরাশ করে বাস্তিয়ান শোয়েনস্টেইগার। খেলার ১৩ মিনিটেই বাভারিয়ানদের এগিয়ে দেন জার্মান মিডফিল্ড জেনারেল। তবে ২০ মিনিট বাদেই ফ্রেইবুর্গকে কক্ষপথে ফেরান মেসিডোনিয়ান ফুটবলার মেহমেদি। এরপর ম্যাচ শেষ হওয়ার এক মিনিট বাদে ফ্রেইবুর্গের পক্ষে জয়সূচক গোলটি করেন নিলস পিটারসেন।
এই হারের পর ৩৩ রাউন্ড শেষে বায়ার্নের সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ভলফসবার্গের ঝুঁলিতে ৬৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বরুশিয়া মনচেনগ্লেডব্যাচের সংগ্রহ ৬৬। প্রসঙ্গত, লিগের শেষের কয়েক রাউন্ড খেলা বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হয় পেপ গার্দিওলার শিষ্যদের।
নিউজবাংলাদেশ.কম/এফকে