News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২২, ১৭ মে ২০১৫
আপডেট: ১৭:১৭, ১৮ জানুয়ারি ২০২০

রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

ঢাকা: ৩ জুন থেকে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামবে পুলিশ। রোববার পুলিশ সদর দপ্তরে আইজিপি এ কে এম শহীদুল হক অভিযানের এ তথ্য জানান।

তিনি বলেন, “যে সব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন এখনো নেই, তারা অবশ্যই ২ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন। অন্যথায় ৩ জুন থেকে অভিযান। এ সময় কাউকে ছাড় দেয়া হবে না।”

রাজধানীর ট্রাফিকিং ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “রাজধানীতে এখন থেকে গাড়ি চলবে নিয়মে। ট্রাফিক রুল সম্পর্কে নাগরিকদের সচেতন করা হচ্ছে।”

জানযট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, “রাজধানীকে জানযট মুক্ত করতে এখন থেকে সিগন্যাল মেনে নির্দিষ্ট লেন দিয়ে গাড়ি চলবে। জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে।”

ব্লগার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত কোনো ব্লগার আমাদের কাছে নিরাপত্তা চাননি। যদি কেউ চান তবে অশ্যই পুলিশ তাদেরকে সার্বিক নিরাপত্তা দেবে।’’

মানবপাচার প্রসঙ্গে আইজিপি বলেন, “মানবপাচার সম্প্রতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানবপাচার করছে দালালরা। এরই মধ্যে এমন তিনশো জনের তালিকা আমরা করেছি। সেই তালিকা ধরে অ্যাকশনে যাওয়া হচ্ছে। তবে সবার আগে মানবপাচার রোধে প্রয়োজন জনগণের সচেতনতা।’’

এসময় পুলিশ সদর দপ্তরে আরো উপস্থিত ছিলেন, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এনএইচিএটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়