আশুলিয়ায় নিরাপত্তাকর্মীকে খুন করে কাপড়ের গুদামে ডাকাতি
সাভার: আশুলিয়ায় নিরাপত্তাকর্মীকে খুন করে কাপড়ের গুদামে দুর্ধর্ষ ডাকাতি করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকার সোনিয়া মার্কেটের দুটি কাপড়ের গুদামে এ ঘটনা ঘটে। ডাকাতদলের সদস্যরা এসময় প্রায় ২০ লাখ টাকার মালামাল লুঠে নেয়। নিহত নিরাপত্তাকর্মী নওগার জেলার মহাদেবপুর থানার রহিমপুর গ্রামের মহিউদ্দিন সরকারের ছেলে আব্দুল ছাত্তার (৫০)।
স্থানীয়রা ও নিহত নিরাপত্তাকর্মীর ছেলে আমিনুল জানায়, রোববার ভোর রাতে ১৫-১৭ জনের একদল ডাকাত আশুলিয়ার গাজীরচট এলাকার সোনিয়া মার্কেটে হানা দেয়। এসময় তারা ওই মার্কেটের জাহাঙ্গীর ও মজিবর নামের দুই ব্যবসায়ীর দুটি তৈরি পোশাকের গুদামের তালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মী আব্দুল ছাত্তার তাদের বাধা দেয়। ডাকাতদলের সদস্যরা এসময় নিরাপত্তাকর্মীর হাত পা বেঁধে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুটি গুদাম থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুঠ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা নিরাপত্তাকর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় মার্কেটের সামনে পরে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতি হয়ে যাওয়া মালামাল উদ্ধার বা ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম