News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৫, ১৭ মে ২০১৫
আপডেট: ১৭:১৮, ১৮ জানুয়ারি ২০২০

টঙ্গীতে ছিনতাইকারীদের হাতে ট্রাক চালক খুন

টঙ্গীতে ছিনতাইকারীদের হাতে ট্রাক চালক খুন

গাজীপুর: টঙ্গীতে ছিনতাইকারীদের এলাপাতাড়ি ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত হয়েছেন।

রোববার ভোররাতে বাস্তুহারা (এরশাদনগর) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক বুলবুল আহমেদের (২৬) বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার হামজানি কুড়িপাড়া এলাকায়। নারায়ণগঞ্জ থেকে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ে বগুড়া যাচ্ছিলেন তিনি।

চালকের সহকারী তাজেল মিয়ার বরাত দিয়ে টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী পৌঁছানোর পর রাস্তার পাশে ট্রাক রেখে বুলবুল তার সহকারী তাজেলকে পান আনতে দোকানে পাঠান। এসময় খোলা দরজা দিয়ে তিন/চারজন ছিনতাইকারী ট্রাকে উঠে বুলবুলের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথা, গলা ও পায়ে ছুরি মেরে পালিয়ে যায়।

দোকান থেকে ফেরার পথে তাজেল এ ঘটনা দেখে দৌঁড়ে গিয়ে লোকজন ডেকে আনেন। তারা এসে বুলবুলকে ট্রাকের ভেতরে রক্তাক্ত অবস্থায় পান। টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মো. মামুন অর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই ওই ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়