সিটি নির্বাচন নিয়ে আলোচনা না করাই ভালো: এমাজউদ্দিন
ঢাকা: সিটি নির্বাচন নিয়ে আলোচনা না করাই ভালো বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ও আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘সিটি কর্পোরেশন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচনে কারচুপি সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। তারা এ বদঅভ্যাস পাল্টাতে পারছে না। ২৮ এপ্রিল সিটি নির্বাচন নিয়ে আলোচনা না করাই ভালো। কারণ আমার জীবনে এ রকম নির্বাচন আর দেখিনি।”
তিনি আরো বলেন, “নির্বাচন কমিশন অপদার্থ এটি কমিশন। এ কমিশন তাদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি। তারা জনগণের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তবে তাদের বিবেকের কাছে প্রশ্ন জাগবে, কী নির্বাচন হয়েছে। সির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য নির্বাচন কমিশন দায়ী।”
ইসির কর্মকাণ্ডের সমালোচনা করে এমাজ উদ্দিন বলেন, “নির্বাচন সুষ্ঠু করার কোনো পরিকল্পনা সরকার ও ইসির ছিল না। তাই তারা সেনাবাহিনী মোতায়েন করেনি। তারা জানতো, সেনাবাহিনী মোতায়েন করলে কারচুপি করে জয়ী হওয়া যাবে না।”
সরকার ও ইসির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “নির্বাচনের সময় কোনো নিয়মের তোয়াক্কা ছিল না। সে সময়ে বিরোধী দলের প্রার্থীদের গ্রেফতার ও মামলা দিয়ে তাদেরকে প্রচারণা করতে দেয়া হয়নি। প্রার্থীদেরকে ভয়-ভীতি দেখিয়ে ও কারচুপি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে সরকার। আমাদের কাছে সব রেকর্ড আছে। প্রয়োজনে আন্তর্জাতিক মহলে তা তুলে ধরা হবে।”
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আজম
খান, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম